এম আর সাগর(আদমদীঘি): আদমদীঘিতে প্রয়াত সাত সাংবাদিকের স্মৃতিচারণ উপলক্ষ্যে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সাংবাদিকরা হলেন মঞ্জুরুল ইসলাম, হাফিজুর রহমান, মাহমুদ হোসেন ভোলা, সলিম উদ্দিন, বেলাল হোসেন, নুর ইসলাম,
শনিবার (০২মার্চ) উপজেলা হল রুমে সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আওয়ামী লীগ নেতা আবু রেজা খাঁন, নাজিমুল হুদা খন্দকার, সুমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জিআরএম শাহজাহান, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, মুনসুর আলী, রবিউল ইসলাম, মিহির চন্দ্র, এম আর সাগর প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সাংবাদিকদের বিভাজন দুর করে ঐক্যবদ্ধ হবার আহবান জানান, পরিশেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়াপাঠ ও মোনাজাত করা হয়।