আদমদীঘির ঐতিহ্যবাহী শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
এম আর সাগর(আদমদীঘি): বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৬ই মার্চ বুধবার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার সরকারের(ভারপ্রাপ্ত)সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ রুমানা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি ইউপি চেয়ারম্যান জনাব মোঃ জিল্লুর রহমান,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জনাব রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুজয় কুমার পাল।
প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে প্রতিটি শ্রেণির প্রথম,দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অতিথিবৃন্দ ছেলেমেয়েদের উদ্দেশ্যে আগামীর জাতি গঠনে নিজেদের গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।