এম আর সাগর(আদমদীঘি): বগুড়ার আদমদীঘিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন হয়েছে। ৭ই মার্চে দিনের শুরুতেই আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন(রাজু) এর নেতৃত্বে পতাকা উত্তোলন ও দোয়া মোনাজাত করা হয়। এসময় দলীয় নেতাকর্মিদের সাথে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুঁপচাচিয়া এলাকার মাননীয় সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
আদমদীঘি উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন(রাজু)এর নেতৃত্ব বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন পুষ্পস্তবক অর্পণ করেন এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)জনাব মাহমুদুর রহমান(পিন্টু)। বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, স্কুল, কলেজ, মাদ্রাসা,হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পরে ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহিদ মিনার চত্ত্বরে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মাননীয় সংসদ সদস্য জনাব খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (বাঁধন)। আলোচনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)জনাব মাহমুদুর রহমান(পিন্টু)। ৭ই মার্চের উপরে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খাঁন, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, আব্দুল হামিদ,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি প্রমুখ।
আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ৭ই মার্চের ভাষণের উপরে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।