এম আর সাগর(আদমদীঘি)ঃ এ বছর স্থানীয় সরকার দিবসে "স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার"
এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য- জনাব খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী(বাঁধন), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপাপ্ত)জনাব মাহমুদুর রহমান পিন্টু। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ ফিরোজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মোঃ নাজিমুল হুদা খন্দকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জিল্লুর রহমান,আব্দুল হক আবু, মোঃ আব্দুস সালাম,মোঃ গোলাম মোস্তফা,নাহিদ সুলতানা তৃপ্তি প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সচিবগণ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য অতিথিগণ।
আলোচনা সভায় বক্তাগণ স্মার্ট স্থানীয় সরকার গঠনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।