এম আর সাগর(আদমদীঘি): বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানে এ বছর পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৪। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে। উপজেলা ভূমি কর্মকর্তা জনাব মোঃ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য- জনাব খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী(বাঁধন) এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)জনাব মাহমুদুর রহমান পিন্টু। আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদের সঞ্চালনায় ভোটার দিবসের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আবু রেজা খাঁন, জনাব নাজিমুল হুদা খন্দকার, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ জনাব রাজেশ কুমার চক্রবর্তী, সাংবাদিক আ ব ম রবিউল ইসলাম, মিহির কুমার সরকার, এম আর সাগর প্রমূখ।