আদমদীঘি নবনির্বাচিত এমপি বাঁধনের গণসংযোগ
এম আর সাগরঃ আদমদীঘি উপজেলার আদমদীঘি সদরে নির্বাচন পরবর্তী গণসংযোগ করেছেন জাতিয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এমপি।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময়, আপামর জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খাঁন, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
গণসংযোগের পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।