আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রাম থেকে গতকাল ৮ই মার্চ শুক্রবার এসআই তরিকুল ইসলাম অভিযান পরিচালনা করে জি আর যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত শ্রী মহাদেব চন্দ্র(৩২) পিতা: সু চন্দ্র প্রমানিক, সাং: সান্দিড়া নিশিপাড়া, থানা: আদমদীঘি, জেলা: বগুড়াকে গ্রেফতার করেন। আসামীকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।