আদমদীঘি সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নশরৎপুর ইউনিয়নের শাঁওইল গ্রামের সি আর চার মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ খলিলুর রহমান, পিতা মোঃ সোলায়মান আলী আকন্দ, মাতা মোছাঃ হাজেরা বিবি। আজ রবিবার সকালে এএসআই স্বপন কুমার সেন আসামীর নিজ গ্রাম থেকে আটক করে। আসামীকে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।