জমকালো ফাইনাল দিয়ে শেষ হলো “আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪”
প্রকাশের সময় :
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
২৪১
বার পঠিত
জমকালো ফাইনাল দিয়ে শেষ হলো “আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪”
এম আর সাগর(আদমদীঘি): বগুড়া জেলার আদমদীঘিতে রমজান মাস উপলক্ষ্যে শুরু হওয়া ইসলামিক মেধা প্রতিযোগিতা “আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪” এর জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হলো সোমবার(৮ই এপ্রিল)আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে। ক্বেরাত,আযান ও গজল ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশনের মাধ্যমে মোট দুইশো জন প্রতিযোগী নিয়ে দ্বিতীয় রমজান থেকে শুরু হয়েছিলো “আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪”। মোট তিন রাউন্ড শেষে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য তেইশ জন কে বাছাই করা হয়। ফাইনালে তিন ক্যাটাগরির প্রতিযোগিতা শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সেরাকন্ঠ-২০২৪ এর সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম খাঁন(রাজু), আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪ এর প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান(পিন্টু), উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জিআরএম শাহাজাহান, আদমদীঘির সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রহিমউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাছিমুল হুদা খন্দকার, ইন্জিনিয়ার মোঃ সাখওয়াত হোসেন, মোঃ ইসরাফিল আলী প্রমুখ। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, অন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন ক্বারি মাওলানা মোঃ আব্দুল গফুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে, আগামী রমজানে আরো বৃহৎ আকারে অনুষ্ঠান আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪ এর আয়োজক সাংবাদিক এম আর সাগর আহম্মেদ, আশিকুর রহমান আশিক, জিহাদ হাসান জিয়াম, রেজা আহম্মেদ, ইমন হোসেন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন।