৬ষ্ঠ উপজেলা নির্বাচনে আদমদীঘিতে তিন পদে ১০জন প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশের সময় :
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
১৪০
বার পঠিত
৬ষ্ঠ উপজেলা নির্বাচনে আদমদীঘিতে তিন পদে ১০জন প্রার্থীর মনোনয়ন দাখিল
এম আর সাগর(আদমদীঘি): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় আদমদীঘি উপজেলায় ৩ পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন আদমদীঘি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ। তিনি জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে ০৫ জন, সান্তাহার কারিগর কলেজের শিক্ষক তোফায়েল হোসেন লিটন, উপজেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা, সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম খাঁন(রাজু), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ এরশাদুল হক টুলু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খাঁন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ০২ জন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ মাহমুদুর রহমান(পিন্টু), উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান(মন্টি) মনোনয়ন পত্র দাখিল করেছেন। ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ সালমা বেগম চাঁপা, কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য- ইসরাত জাহান কুইন, ছাতিয়ানগ্রাম ইউপির ৫,৬,৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের মাতা মোছাঃ আসমা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০শে এপ্রিল। প্রতীক বরাদ্দ ০২ মে , আর উপজেলায় ভোটগ্রহণ হবে ২১শে মে।