1. admin@dailyadamdighisomoy.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর যোগদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর যোগদান

এম আর সাগর (আদমদীঘি):
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন রাকিব হাসান চৌধুরী। তিনি ১লা আগস্ট(বৃহস্পতিবার) নতুন কর্মস্থল আদমদীঘি যোগদান করেন।বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন রাকিব হাসান চৌধুরী।
১লা আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনিযুক্ত ভূমি কর্মকর্তাকে বরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাওসার আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।
বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সফলতার সহিত ২মাস অধিক সময় দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে তাকে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হলে নতুন কর্মস্থল আদমদীঘিতে যোগদান করেন।
জানা গেছে বগুড়া সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ভালো কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছিলেন রাকিব হাসান চৌধুরী। আদমদীঘিতে দায়িত্ব পালনকালে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর বাড়ি চট্রগ্রাম সদরে। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক আদমদীঘি সময়
Theme Customized By Shakil IT Park