এম আর সাগর(আদমদীঘি): ” বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই স্লোগানে এছর পালিত হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ রুমানা আফরোজ এর সভাপত্বিতে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী আল (বাঁধন)। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুর রহমান পিন্টু। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব আবু রেজা খাঁন, সদর ইউপি চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সালমা বেগম(চাঁপা),আদমদীঘি-দুঁপচাচিয়ার সার্কেল এসপি জনাব নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ জনাব রাজেশ কুমার চক্রবর্তী, মৎস্য কর্মকর্তা জনাব সুজয় কুমার পাল, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
বক্তাগণ বঙ্গবন্ধু জীবনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।