1. admin@dailyadamdighisomoy.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

আদমদীঘিতে রমজান উপলক্ষ্যে চলছে ইসলামিক মেধা প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

আদমদীঘিতে রমজান উপলক্ষ্যে চলছে ইসলামিক মেধা প্রতিযোগিতা

এম আর সাগর(আদমদীঘি): বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় রমজান উপলক্ষ্যে চলছে ইসলামিক মেধা প্রতিযোগিতা “আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪”। আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে চলমান এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরি ক্বেরাত, আযান ও গজল শ্রেণীতে অংশগ্রহণ করেছে প্রায় দুই শতাধিক ছেলেমেয়ে। চার রাউন্ডে ভাগ করে মাসব্যাপী চলছে প্রতিযোগিতা। ইতোমধ্যে ২য় রাউন্ড শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক এম আর সাগর আহম্মেদ। তিনি আরো জানান, তিন রাউন্ড শেষে প্রতিটি ক্যাটাগরিতে তিনজন করে নির্বাচিত করা হবে এবং তাঁদের নিয়ে রমজান মাসের শেষভাগে জাঁকজমক ফাইনাল অনুষ্ঠান করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন হযরত মওলানা মোঃ ক্বারি আব্দুল গফুর সাহেব।
প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব আবু রেজা খাঁন বলেন, “আয়োজক সাগর, আশিক, জিয়ামসহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁরা সময়োপযোগী একটি প্রোগ্রামের আয়োজন করায় তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। এমন একটি প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকতে পারায় আমি আনন্দিত। আমি প্রতিযোগিতার সফলতা কামনা করছি এবং প্রতি বছর রমজানে চলমান থাকবে বলে আশা করছি”।
ইসলামিক মেধা প্রতিযোগিতা ” আদমদীঘির সেরাকন্ঠ-২০২৪” এর একজন প্রতিযোগী মোঃ রাইসুল ইসলাম বলেন, আমরা খুবই আনন্দিত এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে, প্রতি বছর এই অনুষ্ঠান হলে আমরা মেধা প্রকাশের সুযোগ পাবো।
সিনিয়র সাংবাদিক ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিআরএম শাহাজাহান বলেন, খুবই সময়োপযোগী সিদ্ধান্ত, আমি আয়োজকদের অন্তর থেকে ধন্যবাদ জানাই।
মেধা প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করছেন আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রহমান। সভাপতি প্রতিবেদককে জনান, রমজান উপলক্ষ্যে এই প্রতিযোগিতা আমাদের জনপদের ছেলেমেয়েদের মেধা প্রকাশে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ প্রতি বছর রমজানে আমরা এই প্রতিযোগিতা আয়োজনের চেস্টা করবো ইনশাআল্লাহ। এইজন্য তিনি আদমদীঘির সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন।
আদমদীঘিতে প্রথম এমন ব্যতিক্রমী ইসলামিক প্রতিযোগিতা নিয়ে সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক আদমদীঘি সময়
Theme Customized By Shakil IT Park