1. admin@dailyadamdighisomoy.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২০২৪

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১০ বার পঠিত

আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২০২৪

এম আর সাগর(আদমদীঘি): “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে  র‌্যালী, আলোচনা সভা, মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি।
৩১ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন(রাজু),
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান (পিন্টু), মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ প্রমূখ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অনান্য সুফল ভুগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে আদমদীঘি উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৮ হাজার ৩৮৩ মেট্রিক টন, আর উপজেলায় উৎপাদন হচ্ছে ২০ হাজার ৬৪৩ মেট্রিক টন। ফলে আদমদীঘির চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা সম্ভব হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক আদমদীঘি সময়
Theme Customized By Shakil IT Park